গত ৯ মাস ধরে বিমান এবং স্থল হামলা চালিয়েও গাজা যুদ্ধে হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল। এমনকি সশস্ত্র গ্রুপটিকে পরাজিত করার ধারেকাছেও নেই ইসরায়েল। বরং যুদ্ধক্ষেত্রে জয়-পরাজয়ের মাপকাঠিতে যেসব বিষয় গুরুত্বপূর্ণ সে অনুযায়ী ৭ অক্টোবরের তুলনায় হামাস এখন আরও শক্তিশালী।
গত অক্টোবরে হামাসের ভয়াবহ আক্রমণের পর ইসরায়েল আনুমানিক ৪০ হাজার সৈন্য নিয়ে উত্তর ও দক্ষিণ গাজায় হামলা চালায়। ৩৭ হাজারের বেশি মানুষকে হত্যা, জনসংখ্যার ৮০ শতাংশকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং উপত্যকাটিতে কমপক্ষে ৭০ হাজার টন বোমা ফেলেছে তারা (যা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডন, ড্রেসডেন এবং হামবুর্গে ফেলা বোমার চেয়েও বেশি)। গাজার অর্ধেকের বেশি ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেখানে খাবার, পানি, বিদ্যুৎ সরবরাহ সীমিত করার ফলে পুরো জনগোষ্ঠী এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।
যদিও অনেক পর্যবেক্ষক ইসরায়েলের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি তুলে ধরেছেন। অন্যদিকে, ইসরায়েলি নেতারা ধারাবাহিকভাবে দাবি করে আসছেন, হামাসকে পরাজিত করা এবং ইসরায়েলি বেসামরিক লোকজনের ওপর নতুন করে হামলার সক্ষমতা দুর্বল করাকে তারা ফিলিস্তিনিদের জীবনের চেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। অর্থাৎ, হামাসের শক্তিকে ধ্বংস করার জন্য গাজার জনসংখ্যার ওপর শাস্তিকে অবশ্যই মেনে নিতে হবে।
তবে, ইসরায়েলের হামলার জন্য ধন্যবাদ, কারণ তাতে আসলে হামাসের শক্তি বাড়ছে। যেমনিভাবে ১৯৬৬ এবং ১৯৬৭ সালে ভিয়েত কং (ভিয়েতনামের সশস্ত্র সংগঠন) শক্তিশালী হয়ে উঠছিল। সেসময় মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধকে নিজের অনুকূলে নিতে ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অংশকে ধ্বংস করার জন্য বিশাল ‘অনুসন্ধান ও ধ্বংস’ অভিযানে অনর্থক বিপুল সংখ্যক সেনা পাঠিয়েছিল। হামাস এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। বরং তারা আরও সুদৃঢ় এবং ভয়ংকর গেরিলা বাহিনীতে পরিণত হয়েছে। মাত্র কয়েকমাস আগে উত্তর গাজা থেকে তাদের ইসরায়েল নির্মূলের দাবি করলেও সেখানে তারা পুনরায় প্রাণঘাতী অভিযান শুরু করেছে।
ইসরায়েলের এই যুদ্ধের কেন্দ্রীয় যে ত্রুটি, সেটি কৌশলগত কিংবা সামরিক বাহিনীর ওপর আরোপিত সীমাবদ্ধতার ত্রুটি নয়, যেমনিভাবে ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার ক্ষেত্রে সেনাদের প্রযুক্তিগত দক্ষতা কিংবা রাজনৈতিক ও নৈতিক সীমাবদ্ধতার সম্পর্ক ছিল সামান্যই। বরং হামাসের শক্তির উৎস সম্পর্কে স্থূল ধারণাই ব্যাপক ব্যর্থতার কারণ। সবচেয়ে বড় ক্ষতিটা হলো- ইসরায়েল গাজায় যে ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেটি শুধু তার শত্রুকেই শক্তিশালী করেছে।