ভোলা জেলা প্রতিনিধি রিয়াজ ফরাজি:
ভোলার লালমোহন উপজেলা ধলীগৌর নগর ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউ’পি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুন) দুপুর ১২ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয় হলরুমে চেয়ারম্যান মাকসুদুর রহমান হাওলাদারকে শপথ পাঠ করান ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। একই অনুষ্ঠানে সকল ইউ’পি সদস্যদের শপথ পাঠ করার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম।
মামলা জটিলতার কারণে দীর্ঘ ৮ বছর পর গত ২৫ মার্চ ধলীগৌর নগর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১ জন চেয়ারম্যান প্রার্থী মধ্য মাকসুদুর রহমান হাওলাদার চশমা প্রতীকে বিপুল ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। ৫ নং ওয়ার্ডে শাহিন খন্দকার ও ৬ নং ওয়ার্ডে জাকির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
শপথ অনুষ্ঠান শেষে ইউ’পি চেয়ারম্যান ও সদস্যদের জেলা প্রশাসকের পক্ষ থেকে মিষ্টিমুখ করিয়ে ফুলের তোরা উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ভোলা সিভিল সার্জন ডা: এ কে এম শফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামীন, অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন চন্দ্র সাহা,
ভোলা সদর উপজেলা চেয়ারম্যান, মোহাম্মদ ইউনুস মিয়া, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।