ভোলা জেলা প্রতিনিধি রিয়াজ ফরাজি:
ভোলার বোরহানউদ্দিনে কৃষকের জমির ফসল নষ্ট করে গরু দিয়ে জমির ফসল(ঘাস) খাওয়ানোর প্রতিবাদ করতে গিয়ে একটি প্রভাবশালী চক্রের সদস্যদের হাতে হামলা ও হুমকির শিকার হয়েছেন কৃষক নুরনবী।
বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের কালু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
সোমবার (২৪ জুন) দুপুরে দিকে হামলায় আহত কৃষক নুরনবী অভিযোগ করে সাংবাদিকদের জানান, তিনি গবাদি পশু পালনের জন্য ফসলি জমিতে গরুর ঘাস ফলান কিন্তু প্রতিপক্ষ প্রতিদিনই ওই জমিতে তাদের নিজস্ব গরু বেঁধে রেখে তার ঘাস খাওয়ান,বারবার বলার পরেও তা সাড়া না দেওয়ায়”২৩ জুন সকাল আটটায় তিনি নিজে তাদের গরুটিকে তাড়িয়ে দেন তার প্রতিবাদ করলে ওই জমিতে গরুটিকে না আনার জন্য বলেন কিন্তু গরুর মালিক মো. খোকন, মোঃ আলম(৪৫),মোঃ চুন্নু হাওলাদার((৫০),মোঃ আশিক ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করেন এবং তার ঘরবাড়ি কুপিয়ে ভেঙ্গে ফেলেন তার হাতে ও গলায় আঘাত করে।পরে স্বজনরা চিকিৎসার জন্য নুরনবী কে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।
তাকে আহত করার পরও প্রতি মুহূর্তে তাকে বিভিন্ন রকম হুমকি দিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
নুরনবী বলেন,আমি ঘাস খাইয়ে গরুকে বড় করে দুধ বিক্রি করে আমার সংসার চালাই আর সেই ঘাস ওরা নিজেরা গরু দিয়ে খেয়ে ফেলায় আমি এর প্রতিবাদ করেছি বিধায় আজ আমার এই অবস্থা,তিনি আরো জানান,তার গরু বিক্রি করা তিন লাখ আশি হাজার টাকা ঘরে আলমারিতে এনে রেখেছেন, সেই আলমারি ভেঙে জমানো টাকা তারা নিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্তের কাছে সরজমিনে যাওয়া হলেও তারা ভিডিও ফুটেজে কোনোরকম বক্তব্য দিতে রাজি হননি এবং এ বিষয়ে কোন মন্তব্য করবেন না বলে তারা এরিয়ে যান।
নাম না বলা শর্তে এক ব্যক্তি জানান- আলম, চুন্নু, ও খোকন সবাই মিলে নুরনবীকে এলোপাতাড়ি মারধর করেছে, এবং তার চিৎকার আমি শুনেছি, তবে কাছে যাইনি, ওরা একটু উশৃংখল কাছে গেলে আমাকেও নানারকম কথাবার্তা বলতো, আমি এদের বিচারের দাবী জানাই।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহিন ফকির (বিপিএম) বলেন,অভিযোগের প্রেক্ষিতে ঘটনা স্থাল পরিদর্শন করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম,ঘটনার সত্যতা পাওয়া গেছে”বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।