বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলেজের হোস্টেলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।
আজ সোমবার সকাল নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেন পিডিবি চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির মজুমদার বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৬ মাসের বিল বাবদ প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে কলেজের মিটারে বকেয়া রয়েছে প্রায় ৬০ লাখ টাকা। তাই কলেজের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। যেহেতু হাসপাতালে হাজার হাজার রোগী ভর্তি রয়েছে তাই হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। তবে বকেয়ার বিষয়টি প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেন আক্তার বলেন, বরাদ্দ না পেলে আমরা কীভাবে বিল পরিশোধ করব? বরাদ্দের জন্য বারবার মন্ত্রণালয় ও অধিদপ্তরে লিখেছি। টাকা পেলেই বকেয়া বিল পরিশোধ করা হবে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করায় সবচেয়ে সমস্যা হচ্ছে ভেনম রিসার্চ সেন্টারের। ওখানকার সাপ ও সাপের বিষ নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। এ ছাড়া কলেজের অন্যান্য কার্যক্রমও বন্ধ রয়েছে।