1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া, শালবাগান ও জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ৩টি যৌথ অভিযানে হত্যা মামলার দুইজন এজাহারনামীয় ও একজন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী এবং ১২২ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী গ্রেফতার

কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ হোসাইন: 
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৭০ বার দেখা হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ হোসাইন: 

র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিভিন্ন অপরাধ দমন ও অপরাধের সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে গত ২৩ জুন ২০২৪ তারিখ র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল এবং ১৬ এপিবিএন এর সমন্বয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া, শালবাগান ও জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৃথকভাবে তিনটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিকেল অনুমান ১৬.৩০ ঘটিকায় নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকা থেকে হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামী ১) কামাল (৩০), পিতা-মোহাম্মদ হোছন, ব্লক-এইচ এবং ২) নুর হাছন (২৩), পিতা-মৃত কালা ছলিম প্রকাশ ডাকাত ছলিম, ব্লক-বি, উভয় নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প, টেকনাফ, কক্সবাজারদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয় যৌথ আভিযানিক দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা ক্যাম্প এলাকায় বিদ্যমান সন্ত্রাসী গ্রুপের সদস্য এবং রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। গ্রেফতারকৃত কামাল একজন কুখ্যাত ডাকাত দলের সর্দার। তার নেতৃত্বে ডাকাতিসহ মারামারি, হত্যা ও ক্যাম্পে নানাবিধ অপরাধ সংঘঠিত হতো। উল্লেখ্য, গ্রেফতারকৃত দু’জনই গত ১১ মে ২০২৪ তারিখে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মোহাম্মদ আলম’কে হত্যা মামলার এজাহারনামীয় আসামী।

এছাড়াও গতকাল অনুমান ১৭.০০ ঘটিকায় যৌথ অভিযানে শালবাগান রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী মোসাঃ সালমা খাতুন প্রকাশ লায়লা বেগম (৩৫), পিতা-মোঃ সোলেমান, স্বামী-ওসমান, সাং-নয়াপাড়া মোছনী রেজিস্টার্ড ক্যাম্প, ব্লক-আই, টেকনাফ, কক্সবাজারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রামের সীতাকুন্ড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনের ৩৬(১) এর ১৯(খ)/২৪(ক) ধারায় মামলা রয়েছে এবং উক্ত মামলায় সে গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত আসামী।

অপরদিকে গতকাল অনুমান ১৭.৩০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল এবং ১৬ এপিবিএন এর সমন্বয়ে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে ১২২ (একশত বাইশ) পিস ইয়াবা উদ্ধারসহ মাদক কারবারী নুরজাহান প্রকাশ জিঞ্জিরা বুড়ি (৫২), পিতা-মৃত ঠান্ডা মিয়া, সাং-জাদিুমড়া, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার’কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নুরজাহান দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।