তারক কুমার বিশ্বাস বলেন ভূমি মন্ত্রণালয় থেকে ছয় বছর মেয়াদে চৌগাছার বল্লভপুর বাঁওড় জলমহালটি ইজারা নিয়ে চাষ করছে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। এর আগে তিন বছর মেয়াদে জেলা প্রশাসনের কাছ থেকে ইজারা নিয়ে সমিতি বাঁওড়ে মাছচাষ করেছে। দীর্ঘদিন এলাকার কিছু দুর্বৃত্ত জোর করে বাঁওড়টি দখলের চেষ্টা করছে।
বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সঞ্জয় কুমার রায় বলেন, উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা ও নবনির্বাচিত জনপ্রতিনিধির ইন্ধনে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের অত্যাচারে আমরা চরম আতঙ্কে দিন পার করছি। বর্তমানে বাঁওড়ে আমাদের প্রায় ৭০ লাখ টাকার সম্পদ রয়েছে। যে কোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছি। একই সঙ্গে জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বর্তমানে যারা বাঁওড়টি ইজারদার, তারা শুক্রবার সকালে মাছ ধরতে গেলে অপর একটি পক্ষ বাওড়ে আসে। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তাৎক্ষণিক পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে যায়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক।
বিষয়টি সমাধান করার জন্য দুপক্ষকে ডাকা হবে।’