1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
গোপালগঞ্জের সেই ‘কথা বলা’ গাছটি কেটে ফেলল স্থানীয় প্রশাসন | দৈনিক সংবাদ ৭১
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের দিনই আত্মহত্যা করলেন বর, বাগমারায় শোকের ছায়া বারুইপাড়ায় যুব জামায়াতের সাধারণ সভা: ইসলামের বিজয়ে মাঠে থাকার আহ্বান মনজুর হক রাহাদের দেশজুড়ে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রাজধানীতে ব্যবসায়ীকে খুনের পর লাশের ওপর পৈশাচিক আচরণ! খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা, মৃত মাহবুবের বিরুদ্ধে ৮ মামলা সুবিদখালী সরকারি কলেজে রেড ক্রিসেন্ট ইউনিট অফিসের উদ্বোধন ঈশ্বরগঞ্জে হত্যা ও হামলা মামলার ৬ আসামি গ্রেপ্তার বানারীপাড়া বালিকা বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য: এসএসসিতে উপজেলায় শীর্ষে রেড ক্রিসেন্ট সোসাইটির মির্জাগঞ্জ ইউনিটের অফিস উদ্বোধন চৌগাছায় ব্যস্ত দিন পার করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি

গোপালগঞ্জের সেই ‘কথা বলা’ গাছটি কেটে ফেলল স্থানীয় প্রশাসন

বিশেষ সংবাদদাতা
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০২৪

গোপালগঞ্জের মুকসুদপুরে গাছ কথা বলছে- এমন গুজব ছড়ানোর পর সেই গাছটি কেটে ফেলেছে স্থানীয় প্রশাসন।

সম্প্রতি মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের গোজেনা গ্রামের আলতাফ শেখের ছেলে প্রবাসী কামরুল শেখের বাগানের একটি গাছ কথা বলছে বলে গুজব ছড়িয়ে পড়ে।

গাছে কথা বলছে- এমন কথা এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও উৎসুক জনতা সেখানে গিয়ে ভিড় করে। তারা গাছের কথা শোনার জন্য গাছের সঙ্গে কান লাগিয়ে থাকে, কিন্তু শোনে না কোনো কথা। মানুষ কথা বললে গাছ কোনো কথার উত্তর না দিলেও বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গাছে কথা বলে’ এমন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে।

সেই গাছ কী আসলেই কথা বলে? এমন প্রশ্ন উঠে জনমনে। এ ঘটনায় জানতে শুক্রবার (২১ জুন) ঘটনাস্থলে সরেজমিনে যায় কালবেলা। সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই গাছে কোনো কথা বলে না। এটা এক প্রকার প্রতারণা ও ভণ্ডামি ছাড়া কিছু নয়।

স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা হলে তারা জানান, এটা মিথ্যা ঘটনা। গাছে কথা বলে না।

গাছ দেখতে আসা এক নারী জানান, কই, গাছে তো কথা বলে না। সালাম দিলাম, কথা বললাম, কোনো উত্তর পেলাম না। আপনারা সাংবাদিক, আপনাদের রিপোর্ট দেখে গাছে কথা বলে শুনেছি, এখন অনেক দূর থেকে দেখতে এসেছি। এসে দেখলাম মিথ্যা ও ভণ্ডামি ছাড়া কিছুই না।

এ বিষয়ে রাঘদী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহিদুর রহমান টুটুল জানান, আমার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোজেনা গ্রামে ‘গাছে কথা বলে’ এমন ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই।

তিনি আরও বলেন, গাছে কথা বলে ঘটনাটি মিথ্যা, বানোয়াট ও ভণ্ডামি বটে। ভণ্ড ও প্রতারক থেকে জনগণকে বাঁচানোর জন্য আজ গাছটি কেটে ফেলা হয়েছে।

এ বিষয়ে উপজেলার সিন্দিয়ার ঘাট নৌ তদন্ত কেন্দ্রের আইসি মো. শওকাত হোসেন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, গাছে কোনো কথা বলে না। এটা ভণ্ডামি প্রতারণা ছাড়া আর কিছু না। স্থানীয় কিছু লোক গাছের চারপাশে বেড়া দিয়ে অর্থ উৎপাদনের পাঁয়তারা করছিল।

তিনি আরও বলেন, বাঁশের বেড়া ভেঙে দিয়েছি। প্রতারণা ও ভণ্ডামি বন্ধ করে দিয়েছি এবং আজ সেই গাছ কেটে ফেলা হয়েছে।

এ বিষয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান জানান, গাছে কথা বলে না। একটি ভণ্ড ও প্রতারক মহল গাছে কথা বলে- এমন গুজব ছড়িয়ে লাল কাপড় দিয়ে মাজার তৈরির চেষ্টা করছিল। তাই জনস্বার্থে জনগণকে প্রতারক ভণ্ডদের হাত থেকে রক্ষার জন্য গাছটা কেটে ফেলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।