সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকাল ও দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর এবং শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী গ্রামে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম ও শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের বাসিন্দা মোস্তাজুলের ছেলে মুস্তাফিজুর রহমান সাগর (১৯) ও শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী গ্রামের মৃত শুকর আলীর ছেলে মো. ফারুক হোসেন (৩৫)। তারা দুইজনই দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছে।
নিহতের ভাই ফরিদ হোসেন মন্টু জানান, বিকেল ৩টার দিকে ফারুক গোসলের জন্য বাড়ির পাশের পুকুরে যান। এ সময় খিঁচুনি দেখা দিলে তিনি পানিতে পড়ে একপর্যায়ে ডুবে মারা যান। পরে পরিবারের লোকজন তাকে পুকুরে ভাসতে দেখে। এরপর তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, হাসপাতালে আনার পূর্বেই রোগীর মৃত্যু হয়েছে।