বৃহস্পতিবার দুপুর থেকে যশোরে বৃষ্টি শুরু হয়ে চলে ঘন্টাব্যাপী। পবিত্র ঈদুল আজহার পর এ বৃষ্টিতে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
যশোরের কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হলেও সেটা কোন কাজে আসেনি। এতে মানুষের অস্বস্তি আরো বেড়ে যায়। কিন্তু বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির হয়।
বিভিন্ন এলাকায় প্রায় আধাঘন্টা যাবৎ বৃষ্টিপাত হয়। এরপর দুপুর ১টা ৪০ মিনিটে শহরে বৃষ্টিপাত শুরু হয়। যা চলে প্রায় একঘন্টা। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। ঈদের পর ভ্যাপসা গরম অনেকটা কমে যায়।