আমরাই আগামী’ সংগঠন কর্তৃক আয়োজিত চান্সপ্রাপ্ত এডমিশন পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৪।
বৃহস্পতিবার, চৌগাছা উপজেলা অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরাই আগামী সংগঠনের মাননীয় উপদেষ্টা, তরুণ স্মার্টনেতা এবং মাননীয় শিক্ষা মন্ত্রীর সহকারী একান্ত সচিব অমিত কুমার বসু, চৌগাছা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: নাসিমা খানম, আমরাই আগামী সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান, আমরাই আগামী সংগঠনের উপদেষ্টা রাসেল আশরাফ, আমরাই আগামী সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান বাঁধন, সভাপতি ফাহাদ আল তামিম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এবং অন্যান্য সকল কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহ-সভাপতি শতদ্রু হোসেন মাহির। এই সংগঠন দ্বিতীয়বারের মতো এমন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত আমরাই আগামী সংগঠন, বিগত ৬ বছর যাবৎ শিক্ষামূলক, সামাজিক এবং ছাত্রবান্ধব প্রোগ্রাম করে আসছে। চৌগাছা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট এবং গাছ প্রদান করা হয়।