চৌগাছায় ঈদুল আযহার দিন মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক আহত হয় সাড়ে চার বছরের শিশু মোহায়মিনা খাতুন। ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় একদিন পর সে মারা যায়। শিশু মোহায়মিনা খাতুন উপজেলার কয়ারপাড়া গ্রামের মনির উদ্দিনের মেয়ে। চৌগাছা যশোর সড়কে ডিভাইন গামেন্টসের অদুরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর পিতা মনির উদ্দিন জানান, ঈদের নামাজ পড়ে বেলা ১১ টার দিকে বাড়ি হতে মেইন সড়কে একটি প্রয়োজনীয় কাজে আসি। সন্তান মোহায়মিনার হাত ধরে রাস্তা পার হয়ে পাশে একটি দোকানে কথা বলার সময় সে একাকি দ্রুত সড়ক পার হতে যায়, এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মারাত্মক আহত হয়। দ্রুত চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক যশোরে রেফার করেন। সেখানে স্বাস্থ্যের কোন উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় ঢাকা মেডিকেলে। সেখান থেকে রাতে মালিবাগ একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঈদের পরের দিন মঙ্গলবার বেলা ১১ টার দিকে মারা যায়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।