কিশোরগঞ্জের ভৈরবে সাতদিনের নবজাতক পুত্র সন্তানকে ৯ তলা ভবন থেকে নিচে ঝোপের মধ্যে ছুড়ে মেরে ছিলেন মা নিজেই!
প্রথমে ঘুমের মধ্যে নিজের সন্তানকে কেউ চুরি করে নিয়ে গেছে এমন একটি ঘটনা সাজায় অভিযুক্ত তৃষা বেগম।
মঙ্গলবার (১৮ জুন) সকালে নবজাতকের লাশ উদ্ধারের পর কিশোরগঞ্জে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পরে সারাদিন জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় পুলিশ এবং তার স্বামীর কাছে প্রাথমিকভাবে নবজাতককে হত্যার কথা স্বীকার করেছেন ওই নারী। এ ঘটনায় নিহত শিশুটির মা তৃষা আক্তারকে আটক করেছে পুলিশ।