মাঝে মাঝে মনে হয়;
মানুষ না, আমি একটা মোমবাতি।
সময়ের সাথে সাথে যে শুধু পুড়ছে,
পুড়ে পুড়ে আলো বিলাচ্ছে।
অথচ ফুরিয়ে যাওয়া ছাড়া সেই আলো
তার নিজের কোনো উপকারে আসছে না।
কিংবা আমি এমন এক মোমবাতি; আলো ছড়ানোর
আগুনটুকুও যার নিজেকেই জ্বালাতে হয়।
সাধারণ মোমবাতিতে তো
কেউ না কেউ আগুন ধরিয়ে দেয়।
আমার জন্য ঐ আগুনটুকুও নেই।
নিজেকে পোড়ানোর সেই আগুনের আয়োজনটুকুও
আমার নিজেকেই করতে হয়।
‘আমার জন্য আলো জ্বালেনি কেউ,
আমি মানুষের সমুদ্রে গুণেছি ঢেউ’।
প্রিয় জীবন,
তুমি কি জানো নিজেকে পোড়ানো সেই আগুনের নাম কি?
নিজেকে পোড়ানো সেই আগুনের নাম হলো ‘দুঃখ’।
আহম্মদ আলী
সম্পাদক
দৈনিক সংবাদ ৭১