বগুড়ার শাজাহানপুরে আশ্রয়ণ প্রকল্পের ১৭২টি পরিবার সহ এতিমখানা ও দুস্থদের মাঝে কুরবানির মাংস বিতরণ করে ঈদ আনন্দকে ভাগাভাগি করছেন উপজেলা প্রশাসন।
ঈদের দিন (সোমবার) বিকাল থেকে উপজেলার নির্বাহী কর্মকর্তা পরিবার-পরিজন ছেড়ে গরিব দুঃখী অসহায় মানুষদের মুখে একটু হাসি ফোটাতে ও তাদের সাথে ঈদ আনন্দকে ভাগাভাগি করতে বিভিন্ন আশ্রায়ন প্রকল্পে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে কুরবানির মাংস বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম সহ ইউপি চেয়ারম্যানগণ৷
মাংস পেয়ে আশ্রয়ণের বাসিন্দা বিউটি বেগম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উপহার ঘর দিয়েছেন। আজকা ঈদের দিন ইউএনও স্যার গোশত দিয়ে গেছে।সারা জীবন ঈদের দিন অন্যের বাড়িত চেয়ে কোরবানির গোশত খাইছি।এজন্য অনেক খুশি লাগছে।
আশ্রয়ন প্রকল্পে আরেক বাসিন্দা ঈসমাইল বলেন,আমাদের মত গরিব দুঃখী অসহায় মানুষের কথা চিন্তা করে ইউএনও স্যার ঈদের দিনে মাংস দিতে এসেছেন শাজাহানপুরে মাটিতে আবারও এমন ইউএনওকে পেয়ে আমরা আমরা গর্বিত।স্যারের জন্য দোয়া করি।
উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম বলেন,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরিব দুঃখী অসহায় মানুষদের মুখে একটু হাসি ফোটাতে আশ্রয়ণ প্রকল্প, উপজেলার প্রান্তিক অসহায় ও দিন মজুর পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হচ্ছে।শাজাহানপুরে আশ্রয়ণ প্রকল্পের পরিবার গুলোর মাঝে মাংস বিতরণ করে অনেক ভালো লাগছে।এই মাংস পেয়ে তারা অনেক খুশি।