একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে,
সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”
এই স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী (১৫ জুন থেকে ১৪ জুলাই) বৃক্ষরোপণ অভিযান-২০২৪ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির। কর্মসূচির উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এ সময় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সভাপতি ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণ করার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি উদ্বোধন করেন। এসময় তিনি দেশকে বসবাসযোগ্য করে গড়ে তুলার লক্ষ্যে ছাত্রশিবিরের এই কর্মসূচিতে সকল জনশক্তি, সুধী-শুভাকাংখী সহ সকল স্তরের সচেতন মহলের প্রতি আহবান ব্যক্ত করেন।