নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দেশীয় ফলে মধু মাস উদযাপন উপলক্ষে “মধু মেলা”র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দুয়া প্রেসক্লাবের উপদেষ্টা ইমদাদুল হক তালুকদার ।
শনিবার (১৫ জুন) দুপুরে ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে এ “মধু মেলা” র উদ্বোধন করা হয় ।দেশীয় ফলের মধ্যে ছিলো -আম, জাম, জামরুল, কাঁঠাল, লিচু, ভাঙ্গি, পেয়ারা, লটকন, কামরাঙা কলা প্রভৃতি । এছাড়াও ছিলো বিভিন্ন দেশীয় পিঠার সমাহার।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দুয়া প্রেসক্লাবের উপদেষ্টা ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম- সেবা) ।
উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দুয়া প্রেসক্লাবের উপদেষ্টা ইমদাদুল হক তালুকদার তাঁর বক্তব্যে বলেন, এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্যে কেন্দুয়া প্রেসক্লাবকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন । তিনি আরো বলেন, কিছু দিন আগেই কেন্দুয়াকে লোক সংস্কৃতির রাজধানী হিসেবে দেশে-বিদেশে ব্র্যান্ডিং করার জন্যে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি ব্যাগ উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ । কেন্দুয়া প্রেসক্লাবের এ আয়োজনটি এরই একটি ধারাবাহিকতা ।