মার্কিন তাত্ত্বিক ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক ও সমাজ সমালোচক নোয়াম চমস্কি। বর্তমানে হাসপাতালে শয্যাশয়ী তিনি। এরপরও তিনি ফিলিস্তিনি জনগণের কথা ভোলেননি। বুধবার (১২ জুন) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন এ দার্শনিক বর্তমানে ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। স্ট্রোকের কারণে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর। এরপরও হাসপাতালে শুয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন তিনি।
ইসরায়েলি নির্মমতার বিরুদ্ধে বছরের পর বছর ধরে নিজের অবস্থান তুলে ধরছেন নোয়াম চমস্কি। তারা ২০১৫ সাল থেকে ব্রাজিলে বসবাস করে আসছেন। তবে গত বছর জুনে স্ট্রোক করেন তিনি। এরপর থেকে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। জীবনের এমন কঠিন সময়ে এসেও ফিলিস্তিনি জনগণকে তিনি মনে রেখেছেন
বার্তা সংস্থা এপি জানিয়েছে, নোয়াম চমস্কির স্ত্রী ভ্যালেরিয়া চমস্কি জানান, ব্রাজিলের সংবাদপত্রে গাজায় ইসরায়েলে হামলার খবরে চোখ রাখছেন তিনি। উপত্যকায় ইসরায়েলি হামলার ছবি দেখে তিনি বিছানায় নিজের হাত মুষ্টিবদ্ধ করেছেন এবং ক্ষোভ জানিয়েছেন।
অসুস্থ হওয়ার আগে আলজাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় ইসরায়েলের অবরোধ ও নৃশংস হামলা এই সময়ের সবচেয়ে বড় অপরাধ।
নোয়াম চমস্কিকে মার্কিন পররাষ্ট্রনীতির একজন সমালোচক হিসেবে বিবেচনা করা হয়। সারা বিশ্বের লাখ লাখ মানুষ তাকে প্রতিবাদ ও স্বাধীনতার প্রতীক হিসেবে দেখেন। রাজনীতি, দর্শন এবং ভাষাবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে।