নারীরা ব্যবহার করে, এমন টয়লেটে টাইমার বসিয়েছে চীনের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এসব টাইমারের মাধ্যমে বাইরে থেকেই দেখা যাচ্ছে- একজন মানুষ টয়লেটে ঢোকার পর কতটা সময় ব্যয় করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউনান বৌদ্ধ গ্রোটোসের টয়লেটে বসানো হয়েছে এসব টাইমার। যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ ঘুরতে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত ভিডিও ও ছবি প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ বলেছেন, টয়লেট ব্যবহারের ‘সময় নির্দিষ্ট করে দিতে’ এই টাইমারগুলো বসানো হয়েছে।নারীরা ব্যবহার করে, এমন টয়লেটে টাইমার বসিয়েছে চীনের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এসব টাইমারের মাধ্যমে বাইরে থেকেই দেখা যাচ্ছে- একজন মানুষ টয়লেটে ঢোকার পর কতটা সময় ব্যয় করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউনান বৌদ্ধ গ্রোটোসের টয়লেটে বসানো হয়েছে এসব টাইমার। যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ ঘুরতে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত ভিডিও ও ছবি প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ বলেছেন, টয়লেট ব্যবহারের ‘সময় নির্দিষ্ট করে দিতে’ এই টাইমারগুলো বসানো হয়েছে।
তবে পর্যটনকেন্দ্রটির এক কর্মী স্থানীয় সংবাদমাধ্যম শিওশিয়াং মর্নিং হেরাল্ডকে বলেছেন, পর্যটকের সংখ্যা বৃদ্ধির বিষয়টির সঙ্গে মানিয়ে নিতে টাইমার বসানো হয়েছে।