ইসলামের অন্যতম মূল স্তম্ভ হজ। মহান আল্লাহ সামর্থ্যবান মুসলমানের ওপর জীবনে একবার হজ ফরজ করেছেন। আল্লাহর নির্দেশনা অনুযায়ী হজ পালনের জন্য সৌদি আরবে সমাবেত হয়েছেন সারাবিশ্বের মুসলমানরা। আজ থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। বৃহস্পতিবার (১৩ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাজিদের মিনায় যাত্রার মধ্যে দিয়ে হজের এ অনুষ্ঠানিকতা শুরু হবে। এ বছর সারাবিশ্বের প্রায় ২০ লাখ মুসলিম হজ পালন করবেন। এ ছাড়া বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন এ ইবাদতে শামিল হবেন।
ইসলামের নির্দেশনা অনুযায়ী, মিনায় অবস্থান করা সুন্নাত। ফলে হাজিরা সেখানে অবস্থান করবেন। এরপর আরাফা ও মুজদালিফায় অবস্থান, মিনায় কঙ্কর নিক্ষেপ, মাথা মুণ্ডানো বা চুল ছোট করা, সাফা মারওয়া পাহাড়ে সায়ী করা এবং তাওয়াফ ও দমে শোকরের মাধ্যমে আগামী মঙ্গলবার হজের কার্যক্রম শেষ হবে।
শুক্রবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হলেও মুয়াল্লিমরা হাজিদের বৃহস্পতিবার রাতেই তাঁবুর শহর মিনায় নিতে শুরু করেছেন। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরিধান করে মিনার উদ্দেশে রওনা দেবেন। মিনায় গিয়ে তারা ফজর থেকে ইশা পর্যন্ত নিজ তাঁবুতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।