1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সুনামগঞ্জের নাদিরা নারী হকি টুর্নামেন্টে সিঙ্গাপুর যাচ্ছেন | দৈনিক সংবাদ ৭১
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলা হাইকোর্টে স্থগিত, আপিল করবে দুদক করোনায় আরও একজনের মৃত্যু ফকিরহাটে এসএসসি পরীক্ষায় উপজেলায় প্রথম সৈয়দা শায়িকা রিফা — অভিনন্দন ও শুভেচ্ছা ঢাকায় মহাসমাবেশ সফল করতে উখিয়ায় জামায়াতের গণসংযোগ দিনাজপুরে নাশকতার মামলায় উপজেলা আ.লীগ সভাপতি সাগরসহ ৭ জন কারাগারে ফকিরহাটে ২০,৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফকিরহাটে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো এইচএসসি পরীক্ষার সপ্তম দিনের কার্যক্রম ফকিরহাটে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো এইচএসসি পরীক্ষার সপ্তম দিনের কার্যক্রম ইতিহাস গড়ল বাংলাদেশ, এশিয়া কাপ হকিতে মেয়েদের প্রথম পদক কক্সবাজারে আসামিকে মোবাইল ফোন সুবিধা দেওয়ায় ৫ পুলিশ সদস্য ক্লোজড

সুনামগঞ্জের নাদিরা নারী হকি টুর্নামেন্টে সিঙ্গাপুর যাচ্ছেন

বিশেষ সংবাদদাতা
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

পুরুষ ও নারীদের (এএইচএফ) জুনিয়র কাপ নারী হকি টুর্নামেন্টে খেলতে সিঙ্গাপুরে যাচ্ছেন ২৮ সদস্যের বাংলাদেশ দল। ২৮ সদস্যের মধ্যে রয়েছেন ২৫ জন খেলোয়াড় ও বাকি তিনজন কোচ ও কর্মকর্তা। তাদের সঙ্গে যাচ্ছেন সুনামগঞ্জের মেয়ে নাদিরা তালুকদার ইমা।
নাদিরা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওর অধ্যুষিত পশ্চাৎপদ  শিমুলবাঁক ইউনিয়নের ঢালাগাঁও গ্রামের সন্তান। হকি খেলতে বিদেশ যাওয়ার তাঁর এই সুবর্ণ সুযোগ উপলক্ষ্যে  স্থানীয়রা খুবই আনন্দিত।
মুসলিম তালুকদার ও মাজেদা তালুকদার দম্পতির নয় ছেলে-মেয়ের সর্ব কনিষ্ঠ সন্তান নাদিরা। নাদিরা সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে সে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপির) দশম শ্রেণিতে অধ্যয়নরত। খেলাপ্রিয় হওয়ায় সামাজিক ভাবে অনেক সমালোচনার  শিকার হতে হয়েছে নাদিরা তালুকদার ইমা এবং তাঁর পরিবারকে।
সব সমালোচনার উর্ধ্বে  থেকে নাদিরা এখন এলাকার জন্য সুনাম বয়ে নিয়ে আসছেন।
নাদিরার বড় ভাই হোসাইন জবাবদিহিকে জানান- আমরা খুব আনন্দিত। আমাদের বাবা এখন বেঁচে থাকলে খুব খুশি হতেন, তিনি কখনো ছেলে-মেয়েদের আলাদা করে দেখেননি। প্রথম যেদিন আমার বোন ঢাকা খেলতে যায়, বড় ফুফু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আব্বু কে না করছিলেন, আব্বু সেদিন বলছিনেন ইমা ছেলে হলে আপনি এ কথা বলতেন না। আমার কাছে কোনো ছেলে-মেয়ে ভেদাভেদ নেই, সবই আমার সন্তান। আমি চাই আমার মেয়ে দেশের জন্য খেলুক।
সাতগাঁও জীবদাড়া  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ বলেন-নাদিরা আমাদের স্কুলের সাবেক ছাত্রী। সে স্কুলের খেলায় বরাবরই ভালো ফলাফল করেছে। তাঁর এই সাফল্যে আমরা সবাই  আনন্দিত  এবং গর্বিত।
উল্লেখ্য, আগামী ১৪-২৩ জুন অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ১১ জুন রাত ১০টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে নাদিরা। সে ১২ জুন রাত ১০টা ৩০ মিনিট ঢাকা ত্যাগ করবেন। ভিসা পাওয়া সাপেক্ষে ১২ জুন রাতে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে মেয়েদের। টুর্নামেন্টে একটিই পুল রয়েছে। যেখানে সাতটি দেশ সিঙ্গেল লীগ ভিত্তিতে খেলবে একে অন্যের বিপরীতে । দেশগুলো হলো- চাইনিজ তাইপে, হংকং, চায়না, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড, বাংলাদেশ ও স্বাগতিক সিঙ্গাপুর। এই টুর্নামেন্টটি জুনিয়র এশিয়া কাপের বাছাইপর্ব। ১৫ জুন থাইল্যান্ড, পরদিন হংকং, ১৮ জুন শ্রীলংকা, পরদিন চাইনিজ তাইপে, ২২ জুন ইন্দোনেশিয়া, পরদিন স্বাগতিক সিঙ্গাপুরের বিপরীতে লড়বে বাংলাদেশের হকি কন্যারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।