
বৃহস্পতিবার সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমানের পক্ষ থেকে দৌলতপুর, কুলিয়া, আন্দুলিয়া, আড়শিংড়ি পুকুরিয়াসহ ৪৯ বিজিবির অধীন এলাকায় যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা ‘গুলি চালাতে পারে’, তাই স্থানীয় বাসিন্দাদের কাঁটাতারের কাছে না যেতে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। মাইকিংয়ে বলা হয়েছে, বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশীদের লক্ষ্য করে গুলি চালাতে পারে বলে তারা আশঙ্কা করছে। এ কারণে বাংলাদেশী জনগণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সীমান্তের বিভিন্ন মোড়ে মোড়ে এবং লোক সমাগমের মধ্যে গিয়ে মৌখিকভাবে এবং মাইকিং করে মানুষদের সতর্ক করেছেন বিজিবি সদস্যরা।
যশোর-৪৯ বিজিবির আন্দুলিয়া কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল গণি বলেন, “কোরবানি ঈদ সামনে রেখে সীমান্তে মানুষের চাপ কিছুটা বেড়ে যায়। এদিকে আমাদের পাশেই মহেশপুর সীমান্তের ওপারে বাংলাদেশি দুষ্কৃতকারীরা বিএসএফ সদস্যকে কুপিয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। বাংলাদেশী কোনো গরু-ছাগল, হাঁস-মুরগি এমনকি কোনো বেসামরিক লোক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সীমান্ত এলাকায় না যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।