কক্সবাজারের পেকুয়ায় ইভটিজিংয়ের দায়ে দুই যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিতরা হলেন- পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকুল গ্রামের আবুল হোছনের পুত্র মো. ইলিয়াছ (৩২) ও একই এলাকার আবু তাহেরের পুত্র মো. আমজাদ (২২)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ইভটিজিংয়ের দায়ে ইলিয়াছকে ১০দিন ও আমজাদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং ও গণউপদ্রব রুখতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।