একদা একটি জঙ্গলে একটি ধূর্ত শিয়াল ছিল। একদিন শেয়ালটি যখন বনের মধ্য দিয়ে হাটছিল, সে একটি ফাদেঁ পড়ল। কোন প্রকারে ফাঁদ থেকে বের হতে পারলো , কিন্ত সে তার লেজটি হারালো। লেজ ছাড়া তাকে দেখতে খারাপ দেখালো । সে একটি বুদ্ধি আটলো , সে বনে গিয়ে সবাইকে ডাকলো এবং বলল। (লেজের তো নেই মোদের দরকার এতো বড় লেজের জন্য টেক্স ধরে যদি সরকার। শুধু শুধু লেজ’টা রাখা সম্মান হানিকার তার’চে সবাই লেজ’টা কেটে আমার সমান কর। দেখনা চেয়ে, মানুষ জাতির একটুও নেই লেজ তাইতো তারা সৃষ্টির সেরা দেখায় কতো তেজ।লেজ’টা থাকা আমার মতে ছোট লোকের স্বভাব তার পরেও লেজা ছাড়া শিয়াল বড় অভাব।)
এভাবে বলে সবাইকে লেজ কেটে ফেলার পরামর্শ দিল। সাবাই না বুঝে তার কথায় লেজ কেটে ফেলল । একবার সে বনে কিছু শেয়াল বেড়াতে এসেছিল, লেজ ছাড়া যে শেয়ালদের দেখতে খারাপ লাগে তা বলল , এবং অবশেষে তারা তাদের ভুল বুঝতে পারলো।
১০ জন অসৎ, মিথ্যাবাদী, অসাধু চোর বাটপারদের মধ্যে আপনি একা যদি পড়েন, তাহলে আপনার সততাই হবে আপনার বিড়ম্বনার কারণ এবং তাদের অনবরত টিটকারির কারণে এক সময় আপনার মনে হবে, না ওরাই ঠিক এজন্যই বলা হয়, দশ চক্রে ভগবান ভূত।