1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম

সকলের ঘরে বিদ্যুৎ সংযোগ আছে কিন্তু বিদ্যুৎ নেই: এড. সোহরাব

বিশেষ সংবাদদাতা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩২ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধীবেশনে সম্পূরক বাজেটের আলোচনায় অংশ নিয়ে গতকাল (রবিবার) কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন তাঁর বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি অর্থমন্ত্রীর ঘোষিত বাজেটের ভূয়সী প্রশংসা করেন। বাজেট আলোচনার এক পর্যায়ে তিনি এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

এ সময় তিনি স্পিকারের কাছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মাধ্যমে কটিয়াদি-পাকুন্দিয়ার রাস্তা সংস্কার এবং রাজেন্দ্রপুর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রাস্তাকে চার লেনে উন্নত করার দাবী জানান।

স্পিকার এর শ্বশুর বাড়ি কিশোরগঞ্জ জেলায় সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “মাননীয় স্পীকার! যেহেতু আপনার শ্বশুড় বাড়িও আমার এলাকায়, আপনি মাঝে মাঝে যখন সেখানে যাবেন এবং অবসর জীবণে রাজেন্দ্রপুর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রাস্তা চার লেন হলে আরামে যেখানে যাতায়াত করতে পারবেন। তাই আপনি আমাকে সমর্থন করতে পারেন ” তিনি আরো বলেন, এক সময় এ দেশে মানুষ বিদ্যুতের জন্য হাহাকার করতো, আমরা বিদ্যুত সংযোগ দিতে পারতাম না, এখন ঘরে ঘরে বিদ্যুত সংযোগ আছে কিন্তু এই বিদ্যুত দিয়ে কি লাভ হলো? দেশের বিভিন্ন স্থানে ঘন্টার পর ঘন্টা বিদ্যুত থাকে না।

সংশ্লিষ্ট বিভাগকে জিজ্ঞাসা করলে তাঁরা কোনো উত্তর দিতে পারে না। অনেক জায়গায় তারাও অসহায়। এ বিষয়ে তিনি বিদ্যুত মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তাছাড়া ব্যাটারি চালিত ইজি বাইকের দূর্ঘটনা রোধে সকল ইজি বাইক এবং চালকদের লাইসেন্সের আওতায় আনার জন্য যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।