ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি প্রাইভেটকার আজ বৃহষ্পতিবার সকালে পলাশবাড়ী গাইবান্ধা মহাসড়কের ঢোলভাংগা মাঝিপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় গাড়ির চালক ও একজন যাত্রী আহত হন।
প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায়, গাড়িটি ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিল। ঢোলভাংগা মাঝিপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়ির চালক ও একজন যাত্রী আহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় রাস্তাটি বেশ খারাপ অবস্থায় রয়েছে। বৃষ্টির কারণে রাস্তা আরও বেশি পিচ্ছিল হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, রাস্তার খারাপ অবস্থার কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।