ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন (৪০) ও তার ভাই দেলোয়ার হোসেন হাওলাদার (৪৫) সহ মোট চারজনকে যুবক সাঈদুল ইসলামকে কুপিয়ে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রহিবুল ইসলাম আসামীদের উপস্থিতিতে বুধবার (১২ জুন,) দুপুরে এই রায় ঘোষণা করেন।
আদালত রায়ে বলেন, “আসামীরা নি premeditated ভাবে এবং ষড়যন্ত্র করে নিহত সাঈদুল ইসলামকে হত্যা করেছে। তাদের অপরাধের জন্য তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হল।”
২০২২ সালের ১৪ই মার্চ ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বাজারে প্রকাশ্যে সাঈদুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাবেক চেয়ারম্যান কবির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করে।
নিহত সাঈদুল ইসলামের পরিবার মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা করে।