রংপুরের মিঠাপুকুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ৩১৭ টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। এর মধ্য দিয়ে রংপুর জেলার সর্ববৃহৎ উপজেলাকে পুরোপুরি ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হলো।
মঙ্গলবার (১১ জুন) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে মিঠাপুকুর অডিটোরিয়াম হলে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নতুন ২৯৫টি ঘরের মধ্যে ২০৭ টি এবং ধাপ উদয়পুর ব্যারাকে ১১০টি মোট ৩১৭ টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর এবং এই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন তিনি। ইতোমধ্যে মিঠাপুকুর উপজেলায় ১২৮৬ জনকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন জানান, এগুলো নির্বাচিত উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হলো আজ। ফলে এ উপজেলায় তালিকাভুক্ত আর কোনও ভূমিহীন পরিবার না থাকায় ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহ ও ভূমিহীনদের ঘর ও জমির মালিকানা দেওয়ার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মিঠাপুকুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণ করায় আমরা কৃতজ্ঞ।