সাংসদ নায়েব আলী কে সরকারী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা।
সততার সাথে দায়িত্ব পালন ও জনগনের সেবক হতে বার্তা।
ঝিনাইদহ-১ শৈলকুপার নব-নির্বাচিত এমপি(সংসদ সদস্য) নায়েব আলী জোয়ার্দ্দারের সাথে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেছেন সরকারী দপ্তরগুলোর কর্মকর্তারা। এ সময় তারা এমপি কে ফুলেল শুভেচ্ছা আর প্রাণঢালা অভিনন্দন জানান। সাংসদ নায়েব আলীও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।
অনেকটা আকর্ষিক ও ঘরোয়া পরিবেশের এই বিশেষ মত বিনিময় সভায় সাংসদ নায়েব আলী বিভিন্ন দপ্তরের খোঁজ-খবর নেন ।
তিনি উপজেলার সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সততার সাথে সরকারী দায়িত্ব-কর্তব্য পালন ও জনগনরে সেবক হওয়ার আহবান জানান।
একইসাথে এসব দপ্তরের মাধ্যমে দেশের তৃণমুলে সরকারের যে উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে তা গুরুত্বের সাথে জনগনের মাঝে তুলে ধরার আহব্বান জানান ।
এ সময় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম সহ সকল দপ্তেরর কর্মকর্তা উপস্থিত ছিলেন।