সোমবার (১০ জুন) সকালে মনোহরদি উপজেলা পরিষদ হলরুমে পাট উন্নয়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র ভৌমিক এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান এর সভাপতিত্বে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালায় চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে, প্রশিক্ষণের গুরুত্ব,পাটের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম ছিদ্দিকী, জেলা বীজ প্রত্যয়ন অফিস এর বীজ প্রত্যায়ন কর্মকর্তা নাসরীন সুতানা, মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনির হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। দিনব্যাপী কর্মশালায় উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।