নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার দৌলতপুরে বেতনের জন্য দ্বারে দ্বারে ঘুরছে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের ২৯ জন শিক্ষক-কর্মচারী।
উল্লেখ্য যে কুষ্টিয়া -১ দৌলতপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোঃ রেজাউল হক চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ সরকারিকরণ হয় এবং শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় অত্র কলেজের শিক্ষক কর্মচারীদের জন্য বেতন ভাতা মঞ্জুর করেছে। ২০ তারিখের মধ্যেও বেতন ভাতার বিল অনলাইনে দাখিল করার কথা থাকলেও বাধ সেজেছে কলেজের দীর্ঘদিন অনুপস্থিত অধ্যক্ষ আরিফ উদ্দিন আহমেদ। ৬ লক্ষ টাকার বিনিময়ে ২৯ জন শিক্ষক কর্মচারীকে আর্টিকেল ৪৭ অনুযায়ী আরিফ বিশ্বাস যোগদান করালেও এখনও তাদের মন্জুরকৃত বেতন বিলের কোন ব্যবস্থা করছে না । কলেজের ছাত্রী ভর্তির কার্যক্রম চললেও আরিফ বিশ্বাস কলেজে আসেন না এবং শিক্ষক কর্মচারীদের বেতনের জন্য হিসাব রক্ষণ অফিসে যে সমস্ত কার্যক্রম পরিচালন দরকার সেগুলি সে করছে না। ২০ তারিখের ভিতরে অনলাইনের মধ্য বেতন বিল দাখিল করতে না পারলে বেতন বিলের বরাদ্দকৃত টাকা ফেরত যাবে। মানবিক কারনে শিক্ষক-কর্মচারীরা বিষয়টি দ্রুত সমাধানের জন্য মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী এবং নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকন চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করছে।