ভাষা আন্দোলন দিবস (যা মাতৃভাষা দিবস বা জাতীয় শহীদ দিবস নামেও পরিচিত)
বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস। ১৯৫২ সালে তদানীন্তন পূর্ব বাংলায় আন্দোলনের মাধ্যমে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার লক্ষ্যে যারা শহীদ হয় তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য এই জাতীয় দিবসটি পালন করা হয়।
আনুষ্ঠানিক নাম | ভাষা আন্দোলন দিবস |
---|---|
অন্য নাম | শহীদ দিবস |
পালনকারী | বাংলাদেশ |
উদযাপন | জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, প্যারেড, জাতীয় সঙ্গীত ও আমার ভাইয়ের রক্তে রাঙানো গান গাওয়া, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বক্তব্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান |
তারিখ | ২১ ফেব্রুয়ারি |
পরবর্তী আয়োজন | ২১ ফেব্রুয়ারি ২০২৫ |
সংঘটন | বার্ষিক |
সম্পর্কিত | আন্তর্জাতিক মাতৃভাষা দিবস |