প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৪, ১০:৪৯ এ.এম
গজারিয়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বিশেষ সংবাদদাতা

গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে ডুবে সিয়াম (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানান, দুপুরে সিয়াম পুকুরে ডুবে যায় এবং বিকালে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। নিহত সিয়াম স্থানীয় সাতকাহনিয়া গ্রামের শাহজালাল মিয়ার পুত্র।
গজারিয়া থানার পুলিশ জানায়, মরদেহ বর্তমানে থানার হেফাজতে রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। এটা নিয়ে সম্প্রতি দুটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যার মূল কারণ সাঁতার না জানা। সাঁতার শেখানো শিশুদের জন্য জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা, যা ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সহায়তা করতে পারে।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.