“” সাংবাদিকতা, ও হলুদ সাংবাদিকতা “” এই দুইটা শব্দের সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। সাংবাদিকতা একটি মহৎ, সৎ ও সাহসিকতার পাশাপাশি সন্মানিয় পেশা। সমাজের বিভিন্ন অনিময়, ধারণা, ঘটনা ও প্রাকৃতিক সৌন্দর্য্যে এবং মানুষের দৃষ্টির অগোচরের লুকায়িত অনিয়ম ও অসংগতি পূর্ণ বিষয়গুলোকে সমাজের সামনে, মানুষের সামনে সত্য ও নিরপেক্ষতা এবং সাহসিকতার সাথে তুলে ধরা বা পরিবেশন করার নামই সাংবাদিকতা। আর হলুদ সাংবাদিকতা মানে অসৎভাবে, অর্থের বিনিময়ে সত্যকে ধামাচাপা দিয়ে মিথ্যাকে সমাজের কাছে মানুষের কাছে প্রতিষ্ঠিত বা তুলে ধরার নামই হলুদ সাংবাদিকতা বা হলুদ সাংবাদিক। এখন প্রশ্ন আসতে পারে,, হঠাৎ এই বিষয়ে লিখলাম কেন ? কারণ — গতকাল আমার একজন সন্মানিত ব্যাক্তি আমার কাজের বা পেশার প্রসঙ্গ নিয়ে আলাপচারিতায় আমাকে ” সাংবাদিতা ও হলুদ সাংবাদিকতা ” নিয়ে প্রশ্ন ছোড়ে দিয়েছিলেন, তার সেই প্রশ্নের জবাব সবার সামনে তুলে ধরার মানসে আমার আজকের এই প্রয়াস। ( বিঃদ্রঃ — কাউকে উদ্দেশ্য করে এ লেখা নয়) ।