1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আটক কাজী জাফর উল্যাহ-আ. লীগের প্রেসিডিয়াম সদস্য বাঁকা বাজার ও দরগাপুর বাস স্ট্যান্ড এলাকা নিয়মিত প্লাবিত হচ্ছে হুমকির মুখে ব্যবসায়ীরা। ইন্টারনেটের দাম কমানোর পাশাপাশি সকল মোবাইল অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করার আহ্বান উপদেষ্টা নাহিদের টর্চার সেল ও লাশ ফেলার স্থান পরিদর্শনে আসামিকে নিয়ে র‍্যাব আনসারের তিন কর্মকর্তা বরখাস্ত-নাশতাকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে উপদেষ্টা নাহিদ : আইনশৃঙ্খলার দ্রুত উন্নতির জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেদ এর হাত ধরে সিভিল কোর্টের বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভান্ডারী শাসক দলে যোগদান অন্তবর্তী সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক আজ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।

পশ্চিমবঙ্গের কাউকে পূর্ণমন্ত্রী করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সংবাদ ৭১ ডেক্স
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৯৮ বার দেখা হয়েছে

এবারও পশ্চিমবঙ্গের কাউকে পূর্ণমন্ত্রী করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীও করা হয়নি। বঙ্গ বিজেপির সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের একেবারে শেষের দিকে তাঁরা শপথবাক্য পাঠ করেন। সার্বিকভাবে পূর্ণমন্ত্রী করা হয়েছে ৩১ জনকে। পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আর রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে ৩৬ জনকে।

যদিও এবার বাংলা থেকে কেউ পূর্ণমন্ত্রী না হওয়ায় অবাক হয়নি রাজনৈতিক মহল। ওই মহলের বক্তব্য, ২০১৯ সালে যখন ‘অপ্রত্যাশিতভাবে’ বাংলায় দুর্দান্ত ফল করেছিল (১৮টি আসন), তখনও এই রাজ্যের কাউকে পূর্ণমন্ত্রী করা হয়নি। প্রথমে দু’জনকে রাষ্ট্রমন্ত্রী করা হয়েছিল। পরে আরও চারজনকে রাষ্ট্রমন্ত্রী করা হয়েছিল কেন্দ্রে। তবে একসঙ্গে ছ’জন দায়িত্বে ছিলেন না। সেই পরিস্থিতিতে এবার যেখানে ১২টি আসন পেয়েছে বিজেপি, সেখানে দাঁড়িয়ে পূর্ণমন্ত্রী যে করা হবে না, তা প্রত্যাশিত ছিল। তবুও দু’বছর পরের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে কাউকে পূর্ণমন্ত্রী করা হতে পারে একটা আশা তৈরি হয়েছিল।

মোদী সরকারে পূর্ণমন্ত্রী হলেন কারা কারা?

১) নরেন্দ্র মোদী।

২) রাজনাথ সিং।

৩) অমিত শাহ।

৪) নীতিন গডকড়ি।

৫) জেপি নড্ডা।

৬) শিবরাজ সিং চৌহান।

৭) নির্মলা সীতারামন।

৮) এস জয়শংকর।

৯) মনোহর লাল খট্টর।

১০) এইচডি কুমারস্বামী।

১১) পীযূষ গোয়েল।

১২) ধর্মেন্দ্র প্রধান।

১৩) জিতনরাম মাঝি।

১৪) রাজীব রঞ্জন সিং (লালন সিং)।

১৫) সর্বানন্দ সোনেওয়াল।

১৬) বীরেন্দ্র কুমার।

১৭) কিঞ্জারাপু রামমোহন।

১৮) প্রহ্লাদ জোশী।

১৯) জুয়েল ওরাম।

২০) গিরিরাজ সিং।

২১) অশ্বিনী বৈষ্ণব।

২২) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

২৩) ভূপেন্দ্র যাদব।

২৪) গজেন্দ্র সিং শেখাওয়াত।

২৫) অন্নপূর্ণা দেবী।

২৬) কিরেণ রিজিজু।

২৭) হরদীপ সিং পুরি।

২৮) মনসুখ মাণ্ডব্য।

২৯) জি কিষান রেড্ডি।

৩০) চিরাগ পাসওয়ান।

৩১) সিআর পাটিল।

মোদী সরকারে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হলেন কারা কারা?

১) ইন্দরজিৎ সিং।

২) জিতেন্দ্র সিং।

৩) অর্জুন রাম মেঘাওয়াল।

৪) প্রতাপরাও যাদব।

৫) জয়ন্ত চৌধুরী।

মোদী সরকারে রাষ্ট্রমন্ত্রী হলেন কারা কারা?

১) জিতিন প্রসাদ।

২) শ্রীপদ যশ নায়েক।

৩) পঙ্কজ চৌধুরী।

৪) কৃষান পাল।

৫) রামদাস আটাওয়ালে।

৬) রামনাথ ঠাকুর।

৭) নিত্যানন্দ রাই।

৮) অনুপ্রিয়া প্যাটেল।

৯) ভি সোমান্না।

১০) চন্দ্র এস পেম্মাসানি।

১১) এসপি সিং বাঘেল।

১২) শোভা কারান্দলাজে।

১৩) কীর্তিবর্ধন সিং।

১৪) বিএল বর্মা।

১৫) শান্তনু ঠাকুর।

১৬) সুরেশ প্রভু।

১৭) এল মুরুগান।

১৮) অজয় টামটা।

১৯) বান্দি সঞ্জয় কুমার

২০) কমলেশ পাসওয়ান।

২১) ভাগীরথ চৌধুরী।

২২) সতীশচন্দ্র দুবে।

২৩) সঞ্জয় শেঠ।

২৪) রভনীত সিং বিট্টু।

২৫) দুর্গাদাস ভিকে।

২৬) রক্ষা খাড়সে।

২৭) সুকান্ত মজুমদার।

২৮) সাবিত্রী ঠাকুর।

২৯) তোখন সাহু।

৩০) রাজভূষণ চৌধুরী।

৩১) ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা।

৩২) হর্ষ মলহোত্রা।

৩৩) নিমুবেন জয়ন্তীভাই বাম্ভানিয়া।

৩৪) মুরলীধর মোহর।

৩৫) জর্জ কুরিয়ান।

৩৬) পবিত্র মার্গেরিটা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।