গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের পুরাটেঙর এলাকার সড়কের উপর থেকে অজ্ঞাত যুবক (২৯) এর মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
রোববার ( ৯ জুন) সকাল ৮ টার দিকে এলাকাবাসী রাস্তার উপর এক যুবকের মরদেহ দেখতে পায়।তখন এলাকায় থানায় খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানতে পারেনি পুলিশ। নিহত যুবকের পড়নে ছিল সাদা শার্ট ও খাকী রঙের প্যান্ট।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, নিহত যুবকের বাম পায়ের উরু ও ডান পায়ের হাঁটুর উপরের অংশ ভাঙ্গা এবং দুই হাত ফুলা জখম অবস্থায় ছিল। তবে এটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যা বিষয়টি নিশ্চিত হতে পারেনি পুলিশ।