বউ-শাশুড়ির অঙ্গীকার গর্ভকালীন সেবার অধিকার’ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে বউ-শাশুড়ির মেলা। জননী প্রকল্পের সহযোগিতায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করে মোগলহাট উপ-স্বাস্থ্য কেন্দ্র। মেলায় মোগলহাট ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শতাধিক বউ-শাশুড়ি অংশগ্রহন করেন।
মেলায় আসা শাশুড়ি মরিয়ম নেছা জানান, জননী প্রকল্পের মাধ্যমে জানতে পেরেছেন কিভাবে গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে। তিনি তার ছেলের গর্ভবতী বউয়ের যত্ন নিচ্ছেন।
বউ-শাশুড়ি মেলায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: রমজান আলী, সিভিল সার্জন ডা: নির্মলেন্দু রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক ডা: হারুনর রশিদ, সহকারী পরিচালক শেখ সাহিদুজ্জামান, লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দীপঙ্কর রায়, লালমনিরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, জননী প্রকল্পের পরিচালক ডা: উজ্জল কুমার রায়, প্রকল্প সমন্বয়কারী ফরাজদুক ভুঞা, প্রকল্পের অপারেশন্স ম্যানেজার ডা: গোলাম ফখরুদ্দিন, প্রকল্পের জেলা সমন্বয়কারী মাইন উদ্দিন ভূঞা ও অন্যন্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোগলহাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান।