বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের উদ্দ্যোগে শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা – ২০২৪ আয়োজিত অনুষ্ঠানে মার্শাল আর্ট এর উপর কৃতিত্বপূর্ণ অবদান রাখায় শেখ মোঃ ওয়ালিউর রহমানকে (চাইনিজ মার্শাল আর্ট) মার্শাল আর্টে ৬ষ্ট ডুয়ান ( ডান) পদ মর্যাদায় ভূষিত করা হয়। এছাড়া তার প্রিয় ছাত্র মো: তবিবুর রহমানকে তায়কোয়ান্দোতে ২য় ডান এবং কুংফুতে ৩য় ডুয়ান, এবং তবিবুরের ছাত্র শুভ ও প্রীতি উভয়ে তায়কোয়ান্দোতে ১ম ডান প্রদান করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোঃ ওয়ালিউর রহমানের শিক্ষা গুরু মার্শাল আর্টের কিংবদন্তি চিত্রনায়ক ওস্তাদ মাসুম পারভেজ রুবেল এবং মার্শাল আর্টের প্রচার-প্রসার ও সম্প্রসারণের অগ্রনায়ক এবং বাংলাদেশ মার্শাল আর্ট কন ফেডারেশনের সহ-সভাপতি শিফু দিলদার হাসান দিলু । ডান সনদ ও আই ডি কার্ড এবং ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান উজ জামান মনি। এছাড়া উক্ত অনুষ্ঠানে প্রমূখ মার্শাল আর্টের সম্মানিত প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।