ভারতীয় মদ সহ ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার-১
ময়মনসিংহের ধোবাউরা উপজেলার মেকিয়ার কান্দা গ্রামের বালুয়াকান্দা মোড়ে রাস্তার পাশ হতে ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ইনচার্জ ওসি মোহাম্মদ ফারুক হোসেনের নির্দেশে এস আই মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান চালিয়ে ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করেছে।
৭ই জুন শুক্রবার দুপুর ১ টার দিকে ০৮ বোতল ভারতীয় মাদসহ মাদক ব্যবসায়ী রেজাউল করিম (২১), পিতাঃ লিয়াকত আলি,মাতাঃ হেলেনা খাতুন ঢাকির পাড়া,হালুয়াঘাট ময়মনসিংহকে ডিবি পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবত মাদক কারবারীর সঙ্গে জড়িত থেকে অবাধে এ ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এ চক্রের সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে ডিবি পুলিশ জানান।
উদ্ধারকৃত ভারতীয় ০৮ বোতল মদ সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধোবউড়া থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।