রিয়াজ ফরাজি (ভোলা) জেলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে প্রবাসীর বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তের বিরুদ্ধে।এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবার।
জানাযায় গত (০২ জুন) রাতে বোরহানউদ্দিন উপজেলার টবগী মূলাইপত্তন ৯ নং ওয়ার্ডের মাতাব্বর বাড়ীতে এ ঘটনা ঘটে। এ সময় দুইটি ঘরের দরজার ছিটকানি বাহির থেকে লাগানো ছিলো বলে জানান।
ভুক্তভোগী জসিম মাতাব্বর জানান –গত সোমবার রাত আনুমানিক সোয়া একটার দিকে আমার ও আমার চাচার ঘরে আগুন লাগিয়ে দেন। দূর্বৃত্তরা আমার ও চাচার ঘরের দরজার ছিটকানি বাহির থেকে আটকিয়ে দেয়। আগুন দেওয়ার একটাই উদ্দেশ্য পুরো বাড়ীর জ্বালিয়ে দেওয়া, এলাকার লোকজন ও ফায়ার সার্ভিস না এলে আমাদের বাড়ীর প্রতিটা ঘর পুড়ে ছাই হয়ে যেতো, আল্লাহর অসীম রহমত ফায়ার সার্ভিসের লোকজন আসায় আমরা বেঁচে যাই। আমার দোষ আমি বিএনপিকে সমর্থন করি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমার বসতঘরে আগুন দিয়েছে, তাদেরকে খুঁজে বেড় করি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন।
আরেক ভুক্তভোগী জানান- দূর্বৃত্তরা আমার ও ভাতিজার ঘরে আগুন দিয়ে এখনও শান্ত হননি, এখনও গভীর রাতে দূর্বৃত্তরা বাড়ীর পিছনে আসে। আমি আর আমার পরিবার আতংকে রাত কাটাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের এমপি আলী আজম মুকুল সহ প্রশাসনের শুভদৃষ্টি কামনা করি।
আমরা বেচে থাকতে চাই, আমাদের নিরাপত্তা চাই।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন ফকির বিপিএম বলেন, এ ঘটনায় সুনির্দিষ্ট কোন অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত অব্যাহত আছে ফায়ার সার্ভিসের রিপোর্ট আসলে বাকিটা বলা যাবে।
তদন্ত করে দুষিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।