বাবা নামের বটবৃক্ষে’র ট্রেন যাত্রা—–
ট্রেনটিতে যিনি দাঁড়িয়ে ঘুমাচ্ছেন, তিনি একটি পরিবারের বটবৃক্ষ!!! দু’টিকন্যা সন্তানের বাবা এবং তাহার স্ত্রী ।
সংসারের সকলের সুখের চিন্তা করতে করতে নিজের সুখের কথাটাই ভুলে যান! তিনিই বাবা !!! ট্রেনটিতে সীট নাই!!! তাই স্ত্রী ও সন্তানদেরকে সীটে ঘুমাতে দিয়ে, নিজে দাঁড়িয়ে ঘুমাচ্ছেন! তিনিই বাবা!!!
একদিন হয়তো হারিয়ে যাবে এই বটবৃক্ষ টা!!!
তখন হয়তো বুঝবে,এই বটবৃক্ষটা কত অমূল্য ধন ছিলো!!!
পৃথিবীর সকল বাবাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।