চৌগাছায় ছুরিকাহত হয়ে রফিকুল ইসলাম হাসু (৪২) নামে এক ব্যক্তি আহত হয়েছে। সে পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের মৃত জহির মন্ডলের ছেলে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে মুক্তদাহ মোড়ে এই ঘটনা ঘটে।
হাসপাতাল ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, মুক্তদাহ গ্রামের ওদুদ খন্দকারের ছেলে জুয়ের খন্দকার একই ইউনিয়নের রুস্তপুর গ্রামের জমি ব্যবসায়ী মিরাজ হোসেনের কাছে দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। বৃহস্পতিবার সকালে মিরাজ হোসেন মুক্তদাহ মোড়ে এলে জুয়েল খন্দাকর সেখানে উপস্থিত হয়ে টাকা দাবি করে। এ নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মোড়ে উপস্থিত জনতা জুয়েলের উপর ক্ষিপ্ত হলে সে এলোপাতাড়ি ছুরি চালাতে থাকে। তার ছুরির আঘাতে মুক্তদাহ গ্রামের রফিকুল ইসলাম আহত হয়, পালিয়ে যায় জুয়েল খন্দকার। পরে স্থানীয়রা রফিকুল ইসলামকে দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সঞ্চিতা সেন বলেন, আহত রফিকুল ইসলাম হাসপাতালে ভর্তি আছেন, তিনি বর্তমানে শংকামুক্ত।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।