আগামী জুলাইয়ে চালু হচ্ছে পদ্মা সেতু হয়ে ঢাকা- নড়াইল, খুলনা, যশোর, বেনাপোল রেললাইন।
ইতোমধ্যেই এই রুটের ট্রেনের সম্ভাব্য টাইম শিডিউল প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। যেখানে ঢাকা থেকে খুলনার দূরত্বের সময় রাখা হয়েছে মাত্র ৩ ঘন্টা। ফলে ঢাকা থেকে নড়াইল ২ঘন্টা এবং নড়াইল থেকে খুলনায় যাওয়া যাবে মাত্র ১ ঘন্টায়।
এই প্রস্তাবনায় নড়াইলবাসী হেভিওয়েট ৫ টি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন পেতে যাচ্ছে। এছাড়া ঢাকা→কলকাতা “মৈত্রী এক্সপ্রেস” ট্রেনও চলবে নড়াইলের বুক দিয়ে। আর লোকাল ট্রেন তো থাকছেই।
প্রস্তাবিত_টাইম_শিডিউল:
খুলনা → নড়াইল→ ঢাকা
আপ ট্রেনসমূহ:
১. সুন্দরবন এক্সপ্রেস (প্রভাতি)-
খুলনা সকাল ৬.০০ → নড়াইল ৭.০০ → ঢাকা ৯.০০ টা।
২. চিত্রা এক্সপ্রেস (গোধূলি)-
খুলনা দুপুর ১২.৩০ →নড়াইল ১.৩০ →ঢাকা ৩.৩০
৩. সুন্দরবন এক্সপ্রেস (গোধূলি)-
খুলনা দুপুর ২.৩০ → নড়াইল ৩.৩০ →ঢাকা ৫.৩০
৪. বেনাপোল এক্সপ্রেস –
বেনাপোল বিকাল ৩.০০ → নড়াইল ৪.৩০ →ঢাকা ৬.৩০
৫. চিত্রা এক্সপ্রেস (গোধূলি)-
খুলনা সন্ধ্যা ৭.৩০ → নড়াইল ৮.৩০ →ঢাকা ১০.৩০
ঢাকা →নড়াইল →খুলনা
ডাউন ট্রেনসমূহ:
১. চিত্রা এক্সপ্রেস (প্রভাতি)-
ঢাকা সকাল ৬.০০ → নড়াইল ৮.০০ → খুলনা ৯.০০ টা।
২. সুন্দরবন এক্সপ্রেস (প্রভাতি)-
ঢাকা সকাল ৯.৩০ → নড়াইল ১১.৩০ → খুলনা ১২.৩০ টা।
৩. বেনাপোল এক্সপ্রেস –
ঢাকা সকাল ১০.০০ → নড়াইল ১২.০০ → বেনাপোল ১.৩০
৪. চিত্রা এক্সপ্রেস গোধূলি-
ঢাকা দুপুর ১.০০ → নড়াইল ৩.০০ → খুলনা ৪.০০
৫. সুন্দরবন এক্সপ্রেস গোধূলি-
ঢাকা সন্ধ্যা ৭.০০ → নড়াইল ৯.০০ → খুলনা ১০.০০ টা