
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে নব নির্বাচিত সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের গনসংর্বধনা গতকাল ৩ জুন সোমবার বিকেলে তালোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
তালোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলামের সভাপতিত্বে উক্ত গনসংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আালোাচনা সভায় প্রধান সংর্বধিত অতিথি ছিলেন ৩৮বগুড়া ৩- আদমদীঘি-দুপচাঁচিয়া নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য খাঁন মোহাম্মাদ সাইফুল্লাহ্ আল মেহেদী বাঁধন এমপি। বগুড়া জেলা পরিষদ সদস্য আবু সাঈদ ফকির। দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আমিনুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন নব-নির্বাচিত দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব। নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার। মহিলা ভাইস চেয়ারম্যান ফাহমিদা ফারজানা আক্তার ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোখলেছার রহমান। ইউপি সদস্য সাদেকুল ইসলাম মজনু। ইউপি সদস্য নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এস এম কায়কোবাদ, তালোড়া পৌরসভার মেয়র আব্দুল জলিল খন্দকার। তালোড়ার বিশিষ্ট ব্যবসায়ী বাবু সুবাস চন্দ্র পোদ্দার কানু। সাহিদুর রহমান কয়েন। দুপচাঁচিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাখের সেন্টু।ইউপি সদস্য সোহেল মাহমুদ সুজা, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।