1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইন্টারনেটের দাম কমানোর পাশাপাশি সকল মোবাইল অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করার আহ্বান উপদেষ্টা নাহিদের টর্চার সেল ও লাশ ফেলার স্থান পরিদর্শনে আসামিকে নিয়ে র‍্যাব আনসারের তিন কর্মকর্তা বরখাস্ত-নাশতাকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে উপদেষ্টা নাহিদ : আইনশৃঙ্খলার দ্রুত উন্নতির জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেদ এর হাত ধরে সিভিল কোর্টের বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভান্ডারী শাসক দলে যোগদান অন্তবর্তী সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক আজ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছেঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

মোবাইল হারালে যা করণীয়ঃ ডিবি প্রধান

সংবাদ ডেক্স
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৪২ বার দেখা হয়েছে

মোবাইল ফোন হারিয়ে গেলে সরাসরি চুরির মামলা করার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। বুধবার (৫ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ধর্মমন্ত্রীর চুরি হওয়া মোবাইল উদ্ধারের সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, “অনেকে মোবাইল চুরি হলে জিডি পর্যন্ত করতে চান না। তাদের প্রতি আমাদের অনুরোধ—মোবাইল চুরি হলে সঙ্গে সঙ্গে একটি মামলা করুন।” তিনি আরও বলেন, মোবাইল চুরি রোধে মোবাইলে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা এবং নামাজ বা জানাজায় গেলে পাঞ্জাবির পকেটে মোবাইল ফোন না রাখার পরামর্শ দেন। “কেউ জানাজা বা নামাজে দাঁড়ালে চোরেরা সুযোগ পেয়ে মোবাইল নিয়ে যায়,” তিনি যোগ করেন।

ডিবি প্রধান আরও বলেন, অনুমোদিত বিক্রয়কেন্দ্র ছাড়া অন্য কোথাও থেকে মোবাইল ফোন না কেনা, পুরানো মোবাইল ফোন না কেনা, এবং রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইল বিক্রি করতে চাওয়া ব্যক্তির কাছ থেকে মোবাইল না কেনার আহ্বান জানান। মোবাইলের পূর্ণাঙ্গ তথ্য সংবলিত রসিদ ছাড়া মোবাইল ফোন কেনাও নিরুৎসাহিত করেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, চোরাই মোবাইল ফোন কেনাবেচা দুটোই অপরাধ। চোরাই মোবাইল ফোন যার কাছ থেকে পাওয়া যাবে, তাকেও আইনের আওতায় আনা হবে।

ডিবি সাইবার উত্তর বিভাগ ধর্মমন্ত্রীর চুরি যাওয়া আইফোন উদ্ধারসহ আন্তঃজেলা মোবাইল চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে বলে জানান হারুন অর রশীদ। মালয়েশিয়া থেকে ধর্মমন্ত্রীর ফোন উদ্ধার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এই চক্রটি মন্ত্রী, আমলা, ভিআইপিদের টার্গেট করে দামি মোবাইল চুরি করে। পরে তারা ফোনগুলো চট্টগ্রামের রিয়াজুদ্দিন মার্কেটে পাঠিয়ে দেয়, সেখান থেকে দেশের বাইরে পাঠানো হয়।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।