মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন কোম্পানীর ভেজাল ঔষধ বিক্রয়ের অপরাধে একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে কালকিনি থানা পুলিশ উপজেলার পূর্ব এনায়েত নগর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা এলাকায় অভিযান পরিচালনা করে ভেজাল ঔষধ সহ একজনকে আটক করেন।
আটককৃত ব্যক্তির নাম আব্দুল কাইয়ুম (৩৫)। সে কালকিনি উপজেলার ডিগ্রিরচর এলাকার আব্দুর রবের ছেলে।
কালকিনি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল ঔষধ সহ গ্রেফতারকৃত ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।দুপুরে পুলিশের পক্ষ হতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের দিক নির্দেশে কালকিনি থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার পূর্ব এনায়েত নগর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পাশ হতে বিভিন্ন কোম্পানীর বিপুল পরিমান ভেজাল ঔষধ সহ আব্দুর রব নামের একজনকে আটক করে। পরবর্তীতে তাকে ১৯৪০ এর ৩৭ ধারা মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং অবৈধ ওষুধ গুলো আলামত হিসেবে কিছু রেখে বাকিগুলা ঘটনাস্থলে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত ভেজাল ঔষধের আনুমানিক মূল্য দশ হাজার টাকা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন জানান,”আটককৃত ব্যক্তি তার অপরাধ স্বীকার করে এবং পরবর্তীতে এ ধরনের অপরাধ না করার অঙ্গীকার করায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।”