নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। সকালে গোলাকান্দাইল নিল ভিটা এশিয়ান হাইওতে এই ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ভূঁইয়া পায়েল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাদিন গোয়ালদি এলাকার আবু ইউসুফ এর ছেলে। নিহতর পরিবার জানান সকাল ৯ টার দিকে তার নিজ বাড়ি সোনারগাঁ হতে তার কর্মস্থল পূর্বাচল এমেরিকান সিটির উদ্দেশ্যে বের হওয়ার পর এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল নিল ভিটা এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক সজরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচকে যায়, এ সময় আবু বক্কর ভূঁইয়া পায়েল গুরুতর আহত হয়। আশেপাশের মানুষজন তাকে একটি স্থায়ীয় বেসরকারি হাসপাতালে নিয়ে নিয়ে গেলে চিকিৎসাধীন তিনি মারা যান। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি আটক করে, ট্রাক ড্রাইভার পলাতক।