য়শোরের অভয়নগরে বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে কিশোর স্বাস্থ্য মেলা এবং উপজেলা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রাজঘাট বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও মেলায় মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। মঙ্গলবার দুপুরে উপজলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ। এসময় উপস্থিত ছিলেন বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক মো.ফারুক হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার আমিনুল ইসলাম প্রমুখ।