টানা ২০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বাজারে দেশীয় পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা আমদানি শুরু করেছেন। মঙ্গলবার (৪ জুন) রাতে হিলি স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক এসোয়েশনের সভাপতি হারুনুর রশিদ হারুন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২০ দিন আগে দেশের পেঁয়াজের চাহিদা থাকায় একজন আমদানিকারক প্রাথমিকভাবে গত ১৪ মে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছিলেন। মজুতদার ব্যবসায়ীরা এই আমদানির খবর পেয়ে সাময়িকভাবে পেঁয়াজ মজুদে রাখলে পণ্যটির দাম আবার বেড়ে যায়। ফলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে আমদানিকারক ব্যবসায়ীরা আবারও ভারতের পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার রাত ৮টায় ভারত থেকে একটি ট্রাকে ৩৩ মেট্রিক টন পেঁয়াজ হিলি বন্দর দিয়ে প্রবেশ করে। সততা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব পেঁয়াজ আমদানি করে।
অভ্যন্তরীণ বাজারে সংকট দেখিয়ে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। সেই নিষেধাজ্ঞা গত ৪ মে তুলে নিয়ে ৪ শতাংশ শুল্ক আরোপ করে দেশটি। শুল্ক দিয়ে গত ১৪ মে পেঁয়াজ আমদানি করে লোকসানে পড়েন হিলি স্থলবন্দরের এক আমদানিকারক। এরপর থেকে বন্ধ হয়ে যায় পেঁয়াজ আমদানি।