ঝিনাইদহের শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত। রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিজ উদ্দিন এবং প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান ফারুক বিশ্বাসের কর্মী সমর্থকদের মাঝে আজ সোমবার সকাল ১১টার দিকে বাগুটিয়া গ্রামে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে শৈলকুপা হাসপাতালে ১৯ জন ও ঝিনাইদহ সদর হাসপাতাল ছাড়াও বেশ কিছু প্রাথমিক চিকিৎসা গ্রহণ করছে। এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশ মোতায়েন আছে।