মোঃ সাইদুর রহমান শরীফ, বিশেষপ্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামে ডবলমুরিং থানা এলাকায় কিশোর হত্যাকাণ্ডের ঘটনায় ৪ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (৩ জুন) রাতে ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ চারিয়াপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার আসামিদের মধ্যে ৩ জন আসামি ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।
জানা গেছে, নিহত মোঃ আজিমকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে পুলিশ অভিযান পরিচালনা করে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও ১ রামদাসহ ৪ জনকে গ্রেফতার করে।ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডবলমুরিং থানা এলাকার চারিয়াপাড়ায় এলাকার নিহত মোঃ আজিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ৫ থেকে ৬ কিশোর গ্যাং সদস্য।
উপস্থিত লোকজন তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আমরা অভিযান পরিচালনা করে ৪ জনকে ধরতে সক্ষম হয়। যতটুকু জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে তাকে মারা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।